মনের কারাগারে বন্দি আমার নাগরিক স্বাধীনতা,
স্থান নেই, কোথায় উড়াই, কোন উন্মুক্ত প্রান্তরে, ঐ লাল সবুজের পতাকা?
শিক্ষা সীমাবদ্ধ পুস্তকের কলম কালিতে, লিখনি বন্দী আজ মেধা আর মননের পালিতে  
গণতন্ত্র অস্তগামী পশ্চিম আকাশের লালিতে, শাসনতন্ত্র স্খলিত! দল আসক্তির মালীতে,  
শাসক যন্ত্র সীমাবদ্ধ, দলীয় রাজনীতিতে, দুর্নীতি বাড়ন্ত আজ, পরিণত সামাজিক ব্যাধিতে;
সাংবাদিক সীমাবদ্ধ বিধিতে, সংবাদ সমর্পিত অর্থ-ক্ষমতার সিঁথিতে;  
মুখ থুবড়ে পড়ে আছে বিচারালয়, আইনের ধারাল রীতিতে,
প্রশাসন মূক ও বধির ক্ষমতার বলয় তিথিতে;
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিমজ্জিত! সীমাবদ্ধ! নির্লজ্জ গোষ্ঠীতন্ত্রের প্রীতিতে!
স্বাধীন দেশের নাগরিক; পরাধীন আজ, সীমাবদ্ধ মনের ভয় ও ভীতিতে!
জেগে উঠো মানুষ, ঝেড়ে ফেলো মনের সীমাবদ্ধতা! আজ এই তিথিতে!
চেয়ে দেখো, উজ্জ্বল সূর্যের আলো মেঘের আড়ালে হাসে, বিজয়ের মাল্য গীতিতে;
মনের জিঞ্জির খুলে; ঝেড়ে ফেলো সীমাবদ্ধতা, চেয়ে দেখো সুমুখে দাঁড়িয়ে তুমি নীতিতে!
গণতন্ত্র বিজয়ী হবে, দুর্নীতি নির্মূল হবে, দ্বন্দ্ব উৎপাটিত হয়ে চলে যাবে সুদূর অতীতে।।