আমি ভালোবেসে দিয়েছিনু হাত
যত কথা, যত মত, যত সিদ্ধান্ত, যত কাজ
যত অনুসন্ধান, সংকল্প, অনুরাগ, বিরাগের ভাজ
প্রাণের উচ্ছ্বাসে উদ্ভাসিত নেই কোন সাজ
অন্তরে গভীরে, নেই কোন পাচ, নেই কোন সাত
স্রষ্টা অবগত।।


আমি যতই পাখা মেলে ঘুড়ি আকাশে উড়াই
দৃষ্টি আমার চেয়ে থাকে সেই নীচ থেকে নীচে
মাটিতে গড়াই, ফিরে এসে একদিন এই মাটিতে
মিশে যেতে হবে, নিঃশেষিত সকল বড়াই
শেষ হয়ে যাবে অবশেষে যবে জীবন লড়াই
আমি অবগত।।


ভালো কাজ, ভালো থাকা, ভালোবাসা বড়ই কঠিন
বাধা, বিপত্তি, হুমকি, ধমকি চলে বাধাহীন
উন্মত্ততার অন্ধ বলয়ে, মস্ত মলিন
পাপাচার, অসত্য, ঘৃণা, আক্রোশ, জিঘাংসা
পায়ে পায়ে চলে সহজ নিলয়ে, নিত্ত আলয়ে
আমি অভিঘাত, স্রষ্টা অবগত।।


অর্থ, বিত্ত, শক্তি, ক্ষমতার মদমত্ততা
তারুণ্য আর যৌবনের উন্মত্ততা
ঔদাসিন্য, কাঠিন্য, প্রতারণা আর শঠতা
সবই অবশেষে, মিলে মিশে একাকার হবে
শুভ পরশে, তখন অসময়ে ঘুম চুমে দেবে চোখে
আমি নিস্তব্ধ, স্রষ্টা অবগত।।