আমি বিজড়িত এক অনন্য সীমাবদ্ধতায়,
যতই আগানোর পথ খুঁজি,
দাঁড়িয়ে থাকি এক অচলায়তনের স্থবিরতায়;
আমি বিহ্বল এক অদম্য অদুরদর্শিতায়,
আমার দৃষ্টি যতই খুঁজে দূরত্ব,
চারিদিকের মানুষ ঢেকে দেয় চোখ বিষণ্ণতায়;  
আমি নির্বাক লৌকিক এক বিবেকের নির্মমতায়,
আমি যতই কথা বলি পাণ্ডিত্যের,
বিদগ্ধ তিরস্কারে আমার প্রজ্ঞা ক্রন্দন করে নির্মমতায়;  
মাঝে মাঝে আমি প্রার্থনা করি আশায় আশায়,
যতই আবেদন করি মার্জনার,
প্রতিধ্বনি হয়ে, ফিরে ফিরে আসে আমার মিনতি অগ্রাহ্যতায়;  
তবুও প্রতিদিন আমি অবিরত মগ্ন প্রচেষ্টায়,
স্বচ্ছতা অনুসন্ধান করি একাগ্রতায়,
চাইনা পদ-পদবি অশ্রদ্ধায়, সাফল্য প্রত্যাশা করি ঐক্যতায়;
সকল অহং বিসর্জন করি নিমগ্নতায়।।


Stagnation


I am entangled in a unique limitation,
As far as I see the way forward,
I stand immobile in a motionless stagnation;
I am bewildered by an indomitable shortsightedness,
As far as my vision find distance,
The people around me cover the vision with sadness;
I am silent in the cruelty of a worldly conscience,
As much as I talk about scholarship,
My wisdom cries out in cruel reproach, relentless;
Sometimes I pray in anticipation,
As much as I beg for forgiveness,
My pleas are disregarded as an inadmissible solicitation;
Yet every day, in my constant assiduity,
With concentration, seek transparency,
I don't want position of disrespect, I expect success in consistency;
I sacrifice all arrogance in infirmity.