নয়নে নয়ন রেখে, কলমে কলম
আকাশ মেলেছে ডানা, সূর্য্য অস্তাচল
সাগরে উছলে তরঙ্গ, রাশি রাশি জলের রংগ  
পাকড়া পাপিয়া চাতক, হন্যে উড়ন্ত ঘাতক
বারংবার হানিছে আঘাত, নেই কোন প্রত্যাঘাত
একাকী পাখী ঝুলন্ত ডানায়, হারায় জীবন শুধু অনন্ত সীমানায়
এখনো সময় আছে, দাড়াও হাত ধরে, ধারে কাছে
কণ্ঠ করো উচকিত লড়াই, উচ্চরবে কণ্ঠে হাঁকো জনতার বড়াই
দাও ডাক, জাগো বাহে কোনঠে সবাই।।