বিমানের এ কেমন আচার?
কেড়ে নিল দুটি আত্নার আশা, অধিকার এ মর্তে বাঁচার!
গরুরাও প্রাণী, ওদের শপথ জানেন অন্তর্যামী,
বিমান উড়ন্ত শকট, মানুষের বাহক, দৃষ্টিহীন ঘাতক
কোথায় রাডার? ত্রিসীমানায় নেই কি কোন চিত্রের বাহার?
চালকের দিব্য চোখ কিংবা দুরবিন কি হারিয়েছে ধার।


আশা ছিল জনসেবায় বিলাবে দেহ, মন, প্রাণ,
দুগ্ধ, দধি, মিষ্টান্নের হবে আঞ্জুমান,
গোবর সারের মাথান,
কিছুই মিলেনি, মিলেছে নাড়ান, মূল্যহীন প্রাণ
সহসা জলজ্যান্ত ঘাতক, কেড়ে নিল আত্নার নিশান
করে দিল দুটি প্রাণের সকরুণ অবসান।।


Value of life


What is the conduct of an aircraft?
Took away the hope of two hearts, the right to live in the draft!
Cattle are also animals, they know their oaths intimately,
Aircraft are flying carts, human carriers, blind killer?
Where's the radar? Is there no Camera in the border?
Lost the vision of Pilot's divine eyes or binoculars?


There was hope to serve the human body, mind and soul,
Milk, yogurt, confectionery will be in the role,
Dung manure in the pole
Nothing matched, Only matched a parole, lost in the hole
Suddenly the aquatic killer, snatched the flag of the soul
Gave a pitiful end to two lives, without reaching goal.