অগ্নিবীণার সূর্য সৈকতে,
অঝোর ধারায় বইছে রক্ত ক্ষতে  
আমার দেশের মানুষগুলোর, আশার পিজর হতে,
ইতর গুলো ছিনিয়ে নিলো আত্না পথে পথে।  


ঈশান কোণে, ঈষৎ রাগে, জাগছে রবি প্রাতে,
উপায় খুঁজে উড়াল পাখি, মুক্ত হবার তাতে;  
ঊর্ননাভ এগিয়ে চলে ঊর্মিমালার রাতে,
ঋতুর ভাঁজে, ঋণের খাঁজে, বাংলা ভাষার খাতে।


এগিয়ে চলার যষ্টি, মায়ের কণ্ঠ চলে আমার সাথে,
ঐক্য হলো, ঐশী কণ্ঠে, পথে ঘাটে, বর্নমালা হাতে,  
ওৎ পাতা সব শত্রুসেনা থমকে দাঁড়ায় যাতে,
ঔরসে এক নূতন রত্ন, জন্ম নিলো ত্রাতে।। 




War of the Alphabet


In the sunny beach of fire harp
Blood flowing incessantly from the wound
The beacon of hope of the people of my country,
The vultures have snatched the souls on the way.


In the eastern corner, the angry sun rises in the morning,
Birds search the way out to fly, to be free;
In the stormy night, the spiders goes forward
In the fold of seasons, in the field of language.


Moving forward, mother's voice goes with me,
Unity is in the divine voice, on the way, alphabet in the hand
All the armies of the enemy stood still,
A new gem in the womb, born of salvation.