শেষ পর্য্যন্ত কি হবে? সেই কথা আর হলোনা ত বলা
ব্যাঘ্রের লিখনি অবধি দিগন্তে হারিয়েছে পথ চলা
চিন্তা-চেতনা হারিয়েছে নির্ভিকতার ডানা
ইতিহাসের মিলন হয়েছে, শুধু হয় নাই জানা
শেষ পর্য্যন্ত কি হবে?  


শেষ পর্য্যন্ত কি হবে? সেই কথার কোন খোজ নেই
ইতিহাস রচিত হয়েছে কলমের ছাঁচেই,
রাজনীতি বিবৃত হয়েছে লিখনির হাতেই
উপদেশ দেয়া হয়েছে ভালোবেসেই,
তবুও খুঁজে পাওয়া যায়নি, শেষ পর্য্যন্ত কি হবে?


শেষ পর্য্যন্ত কি হবে? ব্যাঘ্র, কার আছে অজানা
জীবনের প্রান্ত সকল মানবের ঠিকানা
সেই ঠিকানার দিকে দ্রুত এগুচ্ছে সীমানা
ইতিহাস রচিত হবে, থাকবেনা কোন মালিকানা
একজন ছাড়া সকলের অজানা, শেষ পর্য্যন্ত কি হবে?


ব্যাঘ্র! একটু হাসুন, যদি লিখতেই হয়, আরেকটু লিখুন
ন্যায় অন্যায় খোলামেলা বলুন,
অন্তরের সংশয় নিয়ে আর কত দিন বাঁচবেন, ভাবুন
রাজনীতিতে শেষ কথা বলে কোন কথা নেই মানুন
সেই কথাটি নিঃসংশয়ে বলুন, জানা নেই শেষ পর্য্যন্ত কি হবে?


What will happen at the end?


What will happen at the end? Not expressed yet
The Tiger's pen has lost its way in his sweat
Thoughts & conscience has lost it's breath
The wings of fearlessness is hiding in the wrath
History has come together, but could not know yet
What will happen at the end?


What will happen at the end?
Could not find in the words of the friend
History, written in the scratch of a pen,
Politics, stated in the hands of writing men
Advises, spread with love and friendship lane
Still not found, what will happen at the end?


What will happen at the end?
Tiger, who knows not the trend
The edge of life is the address of human beings brand
The border is moving fast towards that land of sand
History will be made, there will be no ownership in that land
Unknown to everyone except ONE, What will happen at the end?


Tiger! Smile a little, if you have to write, write a little more, friend!
Say the truth, Say clearly what is right and wrong, my friend!
Think, how many more days you will live with inner doubts, O'friend!
Please see, "there is nothing called last word in political errand"!
Say, without hesitation, Do not know what will happen at the end?