আমার অন্তরে চলছে ব্যাতিক্রমি এক রোদন,
নয়নে এতটুকু জল নেই,
হৃদয়ে চলছে এক সাগর বেদনার অক্লান্ত বিস্ফোরণ
বিদ্যা-শিক্ষায় চলছে অনর্গল অচলায়তন।


বিশ্ববিদ্যালয় অংগনে চলছে আন্দোলন,
প্রাংগনে বিশ্রাম নেই,
শিক্ষার্থীরা অবেলায় ভুগছে নিপীড়ন
ওঁত পেতে  থাকা শিকারিরা করছে নির্য্যাতন।


আমার মনে এখন জাগছে সেই আলাপন,
এসবের কি  সমাপ্তি নেই?
অবরুদ্ধ প্রবেশদ্বার কি একমাত্র সংশ্লেষণ?
মেধার জগতে কি এতই অকুলন?


পদলেহী নির্লজ্জ উপাচার্য্যদের চলছে উল্লংঘন,
সীমাহীন দুর্নিতি আর স্বজনপ্রীতির আস্ফালন,
নৈতিক স্খলন, অনিয়ম, স্বৈরাচারী আচরণ,
অযোগ্য শিক্ষকদের দীনহীন সম্মেলন।।


Whats going on in the campus?


An exceptional cry in my heart insane,
There is not much water in the eyes to drain,
A tireless explosion of ongoing pain in the lane,
An incessant stagnancy in the Institutions rain.


Movement is on going in the educational institution,
There is no rest on the campus in dissolution,
Students are suffering from persecution
The hidden hunters are continuing their repression.


I remember that old conversation,
Is there no end to all this crucifixion?
Closure of the capus, is that the only solution?
Is there a real shortage of talents in the creation?


Foot-licking, shameless vice chancellors are in violation
Boundless corruption and boasting of nepotism,
Moral turpitude, irregularity, authoritarian behaviour in fusion ,
Incomepetent teachers are in an Inglorious conglomeration