গাছ একটি প্রাণ।
জল যেন তার রক্ত,
জাতিধর্ম নির্বিশেষে
সবাই তাঁর ভক্ত।
      উৎসর্গ করে নিজেকে
      দিয়ে ফুল ও ফল;
      তুমি ছাড়া প্রকৃতি অচল।
পুষ্টি নেই বৃষ্টি নেই,
নেই সাহায্যের আলো ;
প্রকৃতির কঠিন পরিক্ষায়
হার মানেনি কখনো।
       তোমার মতো নিষ্ঠা
       যদি,থাকে মনে
       সবুজ সংকেত ফুটবে মরুবনে।


                                মোঃ জিয়াউল হক