মাছরাঙা দেয় ঝাঁপ মাছ ধরে জলে
ভয়ে থাকে চারাপণা জলাশয়ের তলে।
মাঝি যখন দাড় টানে গান বলে মুখে
মাছ ধরে জীবন সচল,থাকছি সবাই সুখে।
মাথাতে হাত বুলাই চাষি কাদা কবে হবে?
মুখে অন্ন দিতে সফল,ফসল ফলিলে তবে।
চাষি যখন চষে জমি স্বপ্ন আঁকে মনে,
ফসল তুলে বিয়ের ভোজে বিদায় নিবে কনে।
আশার আলো সামনে রেখে লাঙ্গল তুলে ঘাড়ে,
না আসুক ঐ দূর্যোগ! ভয় লাগে ঐ আষাঢ়ে!