জীবনের গতি-বিধী স্থির নয়,
তাই মেলাতে ও পারিনা।
মনে হচ্ছে, জীবন যেন জলবায়ু।
সত্যিই আমরা অপরাগ বলতে;
কার কত জীবন-আয়ু?
প্রতিটা মুহূর্ত সঙ্গে থাকে
    তবুও ধরা দেয় না;
শুধু মেতে উঠার স্বপ্ন দেখায়।
আমরা তাতে মেতে উঠি
আর অঙ্ক মেলায়।


এর অঙ্কটা কেন-জে মেলেনা?
এই মেলা না মেলার ধারাপাত-টা
আজও অ-মেলায় রয়ে গেলো।