সদৃশ    
                            
দিন যায় রাত আসে,
নক্ষত্র ভাসে আঁধার রাতে।
কাশফুল  'নাচে-দোলে' মৃদু বাতাসে।
ক্ষুধার্ত শেয়াল ডাকে নিস্তব্ধ রজনীতে।
        
মৌমাছি ও বোলতা  সদৃশ প্রায়,
  উড়তে পারে দুইটা'ই --
পাড়ি দিতে ও সক্ষম বেশ।
যদিও মৌমাছি'ই মধু দেয়
তবু ও বোলতার ঘর ভাঙতে নেই।


কুকুর ও শেয়াল সমজাতি
ক্ষুধার্ত থাকে  তবু কখনো মারে না লাথি,
মানুষ ও অমানুষ সমাজে আছে বেশ
মানুষরূপী শয়তান কেবল ধরেছে মনিষীর বেশ।