স্বস্তিকা---
তুমি কেন যে রুগীর বিছানায়?
আমি রয়েছি তোমার চিন্তায়।
চটজলদি সুস্থ হও,
বাড়ি ফিরে এসে স্বস্তি দাও।


গভীর মনো-বাঞ্চনা বাকরুদ্ধ মনে,
বিনিদ্রা'ই রয়েছি ঘরের কোণে।
চিন্তার দহন এমন দহন,
একিই সাথে পুড়ে দেহ-মন।


তোমার আরোগ্যের গাঁথা মালা
অর্পণ করেছি' প্রার্থনা করেছি।
তারিই সুসংবাদ পেতে ছুটেছি,
তোমার দরজার কড়া নেড়েছি ।
ঘরের দরজা খুলে তুমি বলবে---
দ্যাখো আমিতো খুব ভালো আছি।