একটা পরিচিতি  নিয়ে জন্মে
এবং তোমাকে বুকে ধারণ করেছি।
প্রতি মুহূর্ত তোমাকে ধরার চেষ্টা করি
কিন্তু পারিনা------------ !


তোমাকে জানতে জানতে জীবনায়
শেষ হয়ে যাবে,
এর পরেও তুমি বলবে,
           তুমি কে ?


   তুমি কি ভুলে গেছো ইতিহাস,
   যে,তোমাকে ও আমাকে খুব চেনে?
         সে ও ব্যর্থ হয়েছে----
    তোমায় পরিচিতি দিতে।


      তোমার জননী তোমার পরিচয়।                    
          সে নিজেই
   থেকে গেছে অজানায়।
    এর পরেও কি বলবে,
          তুমি কে ?


     তুমি নিজেই পরিচয়হীন
     যদি না থাকি আমরা।


    বহু ঐতিহাসিক জায়গা দেখেছি
       তুমি ও সাম্রাজ্য কিছু ই নেই।
   কিন্তু ইতিহাস চিরদিন ই
  তোমাকেনিজের বুকে ধারণ করেছে।
এর পরেও কি বলবে,
         তুমি কে ?


     পরিচিতি হওয়ার আগে
  পরিচিতি দেওয়া তোমার কাজ
   যা দিয়েছে শুধুই তোমার মা।