ছেলেটির খুবই জ্বর।
গরমের দিন তবু গা কাঁপে থরথর!
মেয়েটির খুবই ভয়,
কখন জানি ছেলেটির কি হয়!
আগেকার দিন নয়,
ঔষধ এখন হাতেরই মুঠোয় রয়।
কিন্তু ঔষধে কমেনি তাহার তাপ
আগের চেয়ে কাতর হয়ে, হয়েছে চুপচাপ।


সময়ের গতি যেন হয়েছে অনেক পর।
মেয়েটি তাহার মাথায় পানি দিতেছে রাতভর।
ঘড়ির কাটায় হয়েছে মাঝরাত,
মেয়েটির হাত স্রষ্টার পানে করিছে মোনাজাত।
স্রষ্টার কাছে মেয়েটির চাওয়া সবচেয়ে বেশি প্রিয়,
তাই কান্নাগুলো কবুল করে, করেনি তাকে হেয়।
সূরুজের লাল, কালো আকাশে ফোটে,
কমেছে জ্বর, যাচ্ছে শঙ্কা মিটে।


মেয়েটির সাথে ছেলেটির এত্ত কিসের টান?
প্রয়োজনে দিতেও রাজি মেয়েটি নিজের প্রাণ!
আসলে ছেলেটি আমি, আর মেয়েটি আমার মা।
এই জাহানের কোটি প্রেমের একলা উপমা।