অনেকের কথায় সমতলে থেকেই
বহুবার জীবনের চূড়ায় দাঁড়িয়েছি।
বিজয়ের পতাকা স্থাপনের মুহূর্তে জেনেছি
বহু পথের বাকী।
আসলে কি জীবন থাকতে জীবনের চূড়া দেখা যায়?


শুনেছি, বিজয় আসে সংগ্রাম শেষে।
তবে কি, জীবন মানে সংগ্রাম!
শুনেছি, পরাজয়ের পর বিজয় আসে।
তবে কি, জীবন মানে পরাজয়!
হয়তোবা।


জীবন চূড়ার একজন আরোহী হিসেবে
আমার উপলব্ধি-
জীবন চূড়ার এ পাহাড়ি পথে
পরিমিতের বিজয় সুনিশ্চিত।