উচ্চ রক্তের চাপে চেপে আসে ফুসফুস
ঘুম হয়েছে গুলিবিদ্ধ, দুচোখ বেহুঁশ
স্বস্তি পেতে এক শলাকা সিগারেটের ঘুষ
তাকে বাধ্য করুক আমার হতে, মৃত্যু আসুক!