তুমি আমার কাছে হীরের চেয়ে দামী
এমন হীরের পিরিত, কেমনে ভুলি আমি!


তুমি চাঁদের থেকেও স্নিগ্ধ, ফুলের থেকে সাবলীল
কেমনে হারাই তোমায় বলো কইরা চক্ষু নীল!


তুমি মাটির চাইতে শীতল, তোমায় ছুঁইতে চাহি নাই
দিবা-রাতি তোমার  হাসি, দেখিতে যদি পাই!


তুমি ছবির চাইতে নিষ্পাপ, আঁইকা  তোমার ছবি
পিরিতের রঙে রঙ করিতে,  হইলাম প্রেমের কবি!


তোমার লাগি প্রেম করিলে, যায় যদি যাক মান
তোমার রূপের কোমল ছায়ায় বাঁচাই আগে  প্রাণ!


সখি, তোমার চাইতে মৃত্যু কবে  রহিয়াছে সুন্দর?
তোমার লাইগা ছাইড়া দিতাম সুখের বাড়ি-ঘর!