ফুলের পাঁপড়ি কিংবা গাছের পাতার ঝরে পড়া
সূর্যের পতন, সূর্যাস্তের দৃশ্য অথবা চাঁদের অমাবস্যা
হিমালয়ের কঠিন বরফ গলে যে জল হয়
সে জলের স্রোতে বিলীন জনবসতির ক্ষয়
গহীন অরণ্যে দিক হারানো কিংবদন্তির নিশ্চিত মৃত্যু
লড়াকু মধ্যবিত্তের শতবার ফিরে পাওয়া দাসত্ব
আবার,
বসন্তের রঙিন শিল্প
দিনের ঝলমলে আলো কিংবা রাতে পূর্ণিমার গল্প
ক্ষয়ে ক্ষয়ে অক্ষত কোনো বীরের চরণ
কখনো কখনো বিলীন বসতির পক্ষে করে হিমালয় আহরণ
কিংবদন্তিই কেবল মৃত্যুর মুখে কিংবা মৃত্যুর শেষে বেঁচে ফেরে
লড়াকু মধ্যবিত্তের জয় আসে, প্রভুত্ব আসে; শতবার হেরে


সময় থেমে থাকে না, স্মৃতিরা থেমে থাকে।
জীবন থেকে স্মৃতি তৈরি হয়,
এ জীবনে চেষ্টার শেষে পতন আসতেই পারে,
তবে তারপর-
আবারো চেষ্টার শেষে উত্থান নিশ্চয়ই!