দুঃচিন্তা
নাকি প্রয়োজন?
দূর আকাশ
একটা বিমান
সরু রেখা টেনে চলে গেল।
রেখাটা মুছে গেছে
প্রতিটা সকাল
ঘুম ভাঙা চোখ
হালকা লাল
তবে কি ঘুমায় নি?
ঘুমাতে দেয় না
রেখাটা সত্যি মুছে যায়
ব্যস্ততার ভীড়ে
ব্যস্ত কেন?
অনেক গুলো মুখ তাকিয়ে আছে
স্বপ্ন
ভবিষ্যত
দুটি তারার মাঝে রেখা
অনেকক্ষণ থাকে
অনেকের দেখানো ভয়
বিষাক্ত চেহারা
শোকে ভরা ভুতুড়ে হাসি
মনে পড়ে
রেখাটা এবারও মুছে যায়।
রেখে যায়
জমে থাকে
শক্তি দেয়
আঘাতে প্রেরণা পায়!
তাকিয়ে থাকা মানুষগুলো
আমাকে দেখে
আমিও দেখি
রেখা।
রেখার মাঝে লেখা
নেই নিশ্চয়তা
ভয় হয়
হেরে গেছি?
রেখাটা আবার মুছে যায়।
দেয়ালের সাথে মাথা
সূর্যের আলো
জানালা দিয়ে
চোখে এসে পড়ে
উঠে বসি
হাঁটতে থাকি
রাস্তা সুদূর!
হয়তো বিমানে চড়লে
রেখাটা চিরতরে মুছে যায়।