এখন জীবন ভাল্লাগেনা,
চলছে মনের অপারেশন!


কিছু প্রয়োজনে হই সচেতন,
তবু কেন রাতে নই অচেতন?  
আমার এই ঘুম ভাঙা শত কবিতা
আমি শোনাবো কাদের?
কোথাও একটু সুখের ঠিকানা
হবে কি এই কালো শহরের?


সস্তা যত বস্তা ভরে দুঃখই কিনেছি,
এত বছরেও নিজেকে আমি কতটা চিনেছি?
একা কি  আমি থাকতে পারি
ফেলে আসা দিন ফেলে!
আবার আমি সুস্থ হবো
কতটা দিন গেলে?


কত মায়া ভরা সময় কেটে গেছে বহুকাল,
এখন আমি প্রতি রাতে ফেলি আকাশের মাঝে জাল!
জালে যদি মেলে মৃত্যু তবে
কেটে যেত সংশয়!
ভুলে যেত সব চিন্তাগুলো
বাস্তব যত ভয়।


এখন জীবন ভাল্লাগেনা,
চলছে মনের অপারেশন!