যদি কোনো ফুল
করে কোনো ভুল।
আমি করবো না
তাকে কোনো মান-অপমান।


আমার যোগ-বিয়োগের
কিছু অঙ্ক!
মিলবে না  কখনো।
হবে না কোনো দিন সমাধান।


যদি কোনো রাত,
ঘুমাবার শেষে আসে প্রভাত।
তবে জেনো-
পরে আছে প্রাণহীন দেহখান!


যদি তুমি শোনো
আমার ঠোঁট,
দেখবে  সেদিনও গাইবো আমি
এক ভালোবাসার গান।


গানটা পুরোনো।
কিন্তু নতুন করে অনেকেই গায়-
"ও আমায় ভালোবাসেনি!
অতল এ ভালোবাসা তলিয়ে দেখেনি!"
এরপর তুমি অবাক হবে,
নিশ্চিত আমার কথা ভেবে,
একবার হলেও করাবে চোখের স্নান।


১৮-০৯-২০২২ ইং (ফার্মগেট, ঢাকা)