আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি,
কুরআন নামক দিয়াছেন মহাবাণী।
মানুষের যত এই দুনিয়ায় রয়েছে প্রয়োজন,
এ ভুবনের মাকছাদ ভুলে চায় যা কিছু মন,
যুগে যুগে এই পরীক্ষার হলে যত মানুষের ছিল বাস,
তুলে ধরা আছে তাদের সবারই সকল ইতিহাস।
যখনই মানুষ ভুলে বসেছে রবের পরিচয়,
রাসূল আর নবী দেখাতে এসেছে আশার সাথে ভয়।
বাতিল আর হক ভাগ হয়েছে দাওয়াত দেওয়ার পর,
বিলীন হয়েছে রবের হুকুমে বাতিলের সব ঘর।
কুরআনের মাঝে বলা হয়েছে এসব মোদের কেন?
ঐসব ভুল আর কভু মোরা নাহি করি তব যেন।
কেমন আচরণ, কোথা চলাচল,
কেমন পোশাক, কি ফলাফল;
সবই বলা আছে এথায়।
দুনিয়ার ‌মোহে বিমুখ হয়ে আখিরাতি হওয়া চাই।