রাতের বারান্দা
শীতল বাতাস
সারাদিনের ক্লান্তি
হাতে কৃত্রিম জোনাকি
চোখ হয়তো ঘুমন্ত
অথবা নির্ঘুম
নিঃসঙ্গ ঢাকা
আমার মতো একা
রাস্তার ল্যাম্পপোস্টের আলো
চুপচাপ
কানে সরু আওয়াজ
একটি করে দিন কেটে যায়
খারাপ লাগে
মা বাবা
ছোট্ট পরী
বন্ধুগুলো
ভালো লাগে
হালকা হয়
চোখে শিশির জমে
শেষ হয়
স্বপ্নের রাত
না ঘুমিয়ে
ঘুম ভাঙে
ব্যস্ত
বাস্তবতা
সংগ্রাম
হেরে যাই
জয়ী হই
হাসি
এরপরেও হাসি
মৃত্যু!