আজকে মনের জোছনা নেই!
অভ্যাস মুছে ফেলার চেষ্টা করতেই
মানুষ ওজন করতে হয়,
লাল চোখের সবুজ বুকে
ধূসর রঙের ভয়!


ভাঙা সহজ, গড়া কঠিন।
যখন দেহের জোরে চলে রে মন,
আপন হাতে আপন ক্ষয়!
তবু রাতের ঘুম চিন্তা আঁকে
বদলে যাওয়ার এইতো সময়।


বিবেকবোধ:
আপন হাতে আপন প্রতিশোধ!
পাপের মহাকাশে পূণ্যের উদয়,
ভাঙা মানস গোপনে গড়তে থাকে
কথার ভারে গোপনেই রক্তের ওজন বেশি হয়!