আবারও এক সন্ধ্যায়-
ঐ তো আমি একা।
আমিই যাচ্ছি আমার সণ্ণিধানে!
হচ্ছে না কথন;
শুধুই ভাবাবেশ কে ধরে রাখা।
সহসা ডাক আসতে পারে!
সেই নিমিত্তের প্রতীক্ষায় থাকা।
দক্ষিনে আমোদের ঈষৎ উদ্ভব,
আমি ক্ষানিক বিষণ্ণা,
ক্রন্দন হয় না,
ডাক আসে না,
কিয়ং ফুরসতের প্রয়াস;
আমি উৎকন্ঠা কে ছেড়ে দেই,
পেছন থেকে কে যেনো পিঠে হাত রাখে।