আবছা দৃষ্টির প্রেম ধূলোট কাচের-
মিহি বাতাসের সঙ্গে মিশিয়া ব্যর্থতা চায়,
কেবলই কাচকণা পড়িয়া রয়;
নিজেকে অতিক্রম করিতে যাই,
প্রেম ব্যর্থতা দেয় নজর,
মুক্ত বেলকনি রুদ্ধ হইয়া যায়,
অতিক্রম আর করিতে পারি না হায়;
করা নাড়ার মতন দুয়ারও নেই।


সাফল্যচূড়ার সাথে দেখা হলো না মুখোমুখি,
ছায়ারাও বোঝে না সে বন্ধন;
ক্ষণ গণনায় চেয়ে থাকে এ আঁখি;
বৃথা এ ইশকের অভিযান।
আমি তো জানিতাম নহে প্রেম যেখানে চূর্ণ,
জীবন সেখানে অপূর্ণ।