গতকাল আমি এখানে-
সাময়িক পানলতার গন্ধে ছিলাম বিমোহিত;
সে ছিলো যৎসামান্য নিকটে।
তার চিত্তে বিযুক্ত কম্পন!
স্মিত হেসে স্তম্ভিত করে বেলকনি,
আমি কৃতাবরোধ ছন্দে।
ভাবের অন্ত্যমিল এখানে ঘটেনি,
হয়েছে ক্রুটিবিচ্যুতি,
জেগেছে অনর্থক ভাষন।
ভাঙ্গা ঘাট থেকে তার চাহনি,
হয়েছে শুধু চোখাচুখি।
আমার চাহনি অন্তরাল হস্তগত করা,
তাতে জন্মেনি কোনো প্রেম।
প্রসিদ্ধি আমায় পশ্চিমা,
হাসায় আমায় ফিরে যাওয়া,
ততক্ষনে তার ঊর্ধ্বশ্বাসের ঘন্টা বেজে ওঠে।