গল্পরা ভীষণ ভাবে সাধারণ
অক্ষরের দাগ কেটে গেছে কালো স্লেটে
শহরের বাতাসে দ্বৈত জীবনের আশ্লেষ।


ফিরতে চেয়ে ফিরতে পারেনি
হারিয়ে গেছে, মিইয়ে গেছে ফেরার পথে।


বুদ্ধের সর্বস্ব ত্যাগ সুপাঠ্য ছিল কেবল
মানতে পারেনি; তাই ফেরেনি।
হারিয়ে গেছে,মিইয়ে গেছে ফেরার পথে।