অচেনা এক মানুষ বলতে পারো
যার নাম নেই ঠিকানা নেই।
ভালোলাগা ভালোবাসা ছিল
তাই পরিচয়টাও কাল্পনিক।
হঠাত্ রং-নম্বরে পরিচয়
কথা ঠিক হয়নি বললেই চলে।
কিন্তু সেটা হতো টাইপিংএ
অনেক জানা অনেক অচেনা কথা
দেখা কিন্তু হয়নি কোনোখানে
প্রেম বললে ভুল হবে সেটা
বন্ধুত বটে।
হয়তো এটা একটা গল্প।
কিন্তু না, এটা সত্যি।
বন্ধুত্ব শুধুই বন্ধুত্ব।
ফোনে নাকি অচেনাতে প্রেম হয়
কথা হয়।
দেখা হয় পরিচয় হয়
ভালোবাসা হয় ভালোলাগা হয়।
কিন্তু একটা ভালো বন্ধুত্ব হয়।
যেটা আমার হয়েছে হয়তো আপনারো হয়েছে।
শুধুই বন্ধুত্ব।
কারণ সে সম্পর্ক শুধু মুটোফোনেই সীমাবদ্ধ।
সেই কৃত্রিম ভালোবাসা থাকে সেখানেই।
হারিয়ে যাই সেই নামগুলো
শুধু সাক্ষাতের অভাবে।
আয়ুষ কিংবা দ্বীপ অথবা শিখা
হারিয়ে যায় সব হারিয়ে যায়।