এই নব যৌবন কালে,
রহিয়াছে কত স্বপ্ন।
জানিনে হবে কবে,
সেই স্বপ্ন পূরণ।
দিয়েছে বিধাতা কত,
কষ্ট আর দুঃখ।
সবই সহিয়া লই,
এই যৌবন কালে।
চরিত্রের ওপর বিশ্বাস রাখিয়া,
চলিছে জীবনের গাড়ি।
একদিন নিশ্বয় পূর্ণ হবে,
যৌবনের ইচ্ছাখানি।
রহিয়েছে কত দায়,
সব করিতে হবে পথে।
বিধাতা চাহিলে সব,
হবে নিমেষে নিমেষেই।
সেই আশায় আছি রহে,
একদিন নিশ্চয়ই হবে পূরণ।
যৌবনের তরে এই যুব সময়ে,
করিবো নিশ্চয় বিশ্বজয়।