পৃথিবীতে যা আছে সবই সুন্দর।
অসুন্দর বলে নেই তো কিছু।
শরতের আকাশটা যেমন সুন্দর।
বর্ষার বৃষ্টিটা যেমন!
বসন্তের পলাশটাও।
ঠিক, এক একটি জিনিস সুন্দর।
দৃষ্টি যেমন সব কিছু সুন্দর দেখে।
অনেক সময় মন তা অসুন্দর দেখে।
আমার কাছে যেটা সুন্দর।
হয়তো অন্য একজনের কাছে তা অসুন্দর।
এই ভাবে এক একটি চোখ সুন্দর কে বিচার করে।
তাই বলে যেটা আমার কাছে অসুন্দর।
সেটা তো একজনের কাছে সুন্দর।
এই সুন্দর আর অসুন্দর, দুইএর মাঝে জিত সুন্দরের।
সুন্দর সব সুন্দর করে।
কিছু চোখের অসুন্দর কেউ, সুন্দর করতে সাহায্য করে।