যদি কভু জন্ম নেই পুনরায় আমি
মানুষ রূপে জন্মানো সাধ নেই আর
তার চেয়ে বরং আমি বাতাসই হবো
তোমার স্পর্শতো পাবো মানব না বাধা
না, এর চেয়ে আমার সেই অন্তর্যামী
পানিই বানাক মোরে। পৌঁছাব তোমার
প্রতি রন্ধ্রে রন্ধ্রে, আর বিরক্ত করবো
বারি হয়ে ঝরে। সব করে দেব কাদা।
মানব না হয়ে কেন জড় হতে চাই
সে তুমি কখনোই কী জানতে চেয়েছ?
পাছে ভয় হয় যদি, কভু বাধা পাই
ফিরে পেতে অধিকার যা মোরে দিয়েছ।
তার চেয়ে অক্সিজেন রূপে আসি আমি
যাকে ছাড়া ক্ষণকাল বাঁচবে না তুমি।