নতুন বছরে আর্জি মোর প্রভুর দরবারে,
ঘুষখোর ও কালো টাকার কুমির যেন ধরা পড়ে।
স্বপ্নের মতো সফল হয়ে উঠুক আমার সোনার দেশ,,  
কপটের আবরণ খুলে যাক, লোকে দেখুক ছদ্মবেশ।


গরীব-দুঃখীদের কাছে যারা স্বপ্ন করে ফেরি,
নিজ স্বার্থ হাসিল করে পিঠে ঘুরায় ছড়ি।
মানবতার ফেরিওয়ালা সেজে থাকা নেতা,
কাজ না করে ছাড়ে শুধু গালভরা কথা।


দুর্যোগে যারা বেড়ায় সুযোগ খুঁজে,
তাদের তরে আর্জি আজ প্রভুর কাছে।
ওরা যেন ক্ষমা না পায় তোমার দরবারে,
মুখোশ ঘষে পড়ুক, যারা থাকে আঁধারে।


চাই আপদ আর দুর্নীতিমুক্ত এ দেশ,
উন্নত দেশের কাতারে করুক প্রবেশ।
সুখের প্রস্রবণে ভাসুক সকলে,
মানুষের আস্থা যেন না যায় বিফলে।