চুয়াল্লিশ বসন্ত পরে এ আমি
        নয়নে লাগিয়েছি চশমা,
কতো অমাবস্যা,
         কতো এসেছে পূর্ণিমা।


আসরে বাসর সাজিয়েছে
                       কতো রাধিকা,
মনে পড়ে আজ,
       পথে হারিয়েছে শ্যামলিকা।


আলো ছায়ায় হাতে হাত ধরে
                            বসিয়ে আলাপ,
দূর হতে বাঁকা চোখে
                     অনেকে করেছে প্রলাপ।


এরপর কত দিন
                     পার হয়ে গেছে,
উঠোনে মেহেদি গাছে
                            ফুল এসেছে।


নমিতা দেবীর সিঁদুর
                            মুছে গেছে,
তালেব মাস্টার আর
                    বসে না বটের নীচে।