হোক তোমার যতো উপরে স্থান,
ঠিকানা কিন্তু একটাই গোরস্থান।
কিসের এতো দেখাও যে দাপট,
লোকে বলে, তুমি কলিকালের ভন্ড কপট।


পিছন ফিরে দেখো কি আছে ইতিহাস,
নিজেকে মানুষ ভাবলেও, এটাই  উপহাস।
কি ছিলে? আর কিভাবে এভাবে হয়েছো আজ,
নিজকে কি কখনো ভেবোছো? কি করো কাজ?


নামে-বেনামে করেছো অনেক কিছু,
মজলুমের শাপ সদা ছুটছে তোমার পিছু।
দখল-বেদখলের তকমাও আছে দেখি তোমার,
সময় বড়ই নিঠুর, দেখবে দু'চোখে শুধুই আঁধার।


এ জগৎ মায়া! লাভ ও লোভে সকলকে ছাড়িয়ে,
সৎ ও সততাকে পাশ কেটে নিয়েছো হাতিয়ে।
আগে-পিছে শ্লোগানে বিদীর্ণ জনগণের কান,
শেষ অবধি ঠিকানা একটাই গোরস্থান।