আলো ঝরাপথে এসো হে প্রিয়,
মনের খোলা জানালায় ভালোবাসা নিও,
কঠিন সময় বুকে বুক রেখে জড়িয়ে ধরিও।


হাতে হাত ধরে অাঁধার পথ দেবো পাড়ি,
বিপদে মোরা কেউ কাউকে যাবো না ছাড়ি,
এ বুকে হাত রেখে, অনায়াসে তা বলতে পারি।


প্রিয়তমা!  চাঁদের আলোয় মাখামাখি করে,
জোনাকিরা আলো জ্বেলে রাখবে ঘিরে,
যতো দূর যায় দেখা, দূর থেকে দূরে।


জীবনের বাঁকে বাঁকে কোথাও হয় যদি ভুল,
নয়ন জলে বুক ভাসিয়ে দিও না তার মাশুল,
এ বুকে অথৈ জল, ঢেউয়ে ঢেউয়ে ভাঙবে কূল।