অবৈধ পন্থায় ওরা পকেট ভরে,
সভা-সমাবেশে চেয়ার দখল করে।
ইঁদুরে এখন লেজটাই নাড়ে,
বিড়াল মশায় ভয়ে মরে।


আমার আছে জল,
কুয়ায় পড়ে করে টলমল!
বেআক্কেলের চাপে বিবেক মরে,
অযোগ্য হইয়া ঠাকুরের বেশ ধরে।


চারপাশে তাকিয়ে দেখি,
সাধুর বেশে সবই মেকি।
মানসপটে বারে বারে ভেসে উঠে,
সুযোগে ওরা নিতে চায় সব লুটে।