আমি কবি
তোমাদের কবিতা শোনাতে আসিনি,
ঘুষের টাকায় তৈরি প্রাসাদের কথা,
কিংবা বিলাসবহুল গাড়ির কথা,
তোমাদের বলতে এসেছি।


আমি কবি
তোমাদের চেতনার কথা বলতে আসিনি,
মজুদদার, আড়তদারের কথা,
কিংবা সিন্ডিকেট ব্যবসায়ীর কথা,
তোমাদের বলতে এসেছি।


আমি কবি
তোমাদের ভালবাসার কথা বলতে আসিনি,
সব অনিয়ম আর অবিচারের কথা,
কিংবা ঘুষখোরদের কথা,
তোমাদের বলতে এসেছি।


আমি কবি
তোমাদের প্রেমের কথা শোনাতে আসিনি,
অভুক্ত ও অনাহারীদের কথা,
কিংবা সবহারাদের কথা,
তোমাদের বলতে এসেছি।


আমি কবি
তোমাদের দায়বদ্ধতার কথা বলতে আসিনি,
দরিদ্রের  অন্ন কেড়ে খাওয়াদের কথা,
ভন্ড  ও ভুয়া নেতাদের কথা,
তোমাদের বলতে এসেছি।