অন্যকে ঠকিয়ে জেতার মধ্যে নাই যে আনন্দ,
আছে প্রবঞ্চনা আর লোকে বলবে যে মন্দ।
জীবন মানে ধরার 'পরে নির্ধারিত ক'টাকাল,
যাবার কালে বাড়াবে কেনো অযাচিত জঞ্জাল।


অপরকে দুঃখে ভাসিয়ে পাওয়া যায় না সুখ,
সময় আসলে নিজেই ভাঙবে নিজের বুক।
অনৈতিক কাজে লিপ্ত হয়ে কাটিয়ে যায় রে বেলা,
বিচার দিনে সব পালাবে, রবে সেদিন একেলা।


আমলনামা লিখছে সদা ঐ দু'জন ফেরেস্তা,
বাঁচার কোনো উপায় নেই, ধরো সোজা রাস্তা।
পুলসিরাত পার হওয়া অতো নয় সহজ,
মানুষ হয়ে মহান রবের নির্দেশ মানা ফরজ।


আমার আমি করে করে ভরছো ধনের বস্তা,
পরাণ পাখি উড়াল দিলে সব হয়ে যাবে সস্তা।
সময় থাকতে বাধো গাঁট, সেথায় ভাসবে চোখের জলে,
নইলে জীবন কাটবে কষ্টে, অনন্তকাল জ্বলবে অনলে।