শত্রুর মুখে প্রশংসা শোনা
উপহাসের নামান্তর,
শত্রু চেনার মন্ত্র আছে
ছুঁ- ছুঁ - আর ছু মন্তর।


ঘরে বাইরে শত্রু এখন
বুঝে শোনে ফেলতে হয় কদম,
পলাশীর আম্রকাননে মীরজাফররা
ভুত হয়ে সেজে আছে মীর মদন।


গোলাম হোসেন উপায় নেই
নিজের গলে নিজে পরি ফাঁস,
আজি নিজভূমে পরবাসী
নপুংসকরা করে উপহাস।


রাজা এখন প্রজা মারে
ভৃত্য বাজায় তালি,
সাধু সেজে ভজেন্দ্র
খুঁজে চলছে আঁধার গলি।