দু'দিন আগে কিংবা দু'দিন পরে,
সব ছেড়ে যেতে হবে নিশ্চয়ই ওপারে।
কতো স্বপ্ন সাধনা সবই হবে বিলীন,
ধরাধামে সব লেনাদেনার হিসাব হবে ঐদিন।


মানুষকে কষ্ট দিয়ে খোদা খুঁজে বেড়াও মসজিদে,
তোমার কান্ড দেখে খোদ লজ্জায় পড়বে এজিদে।
জনগণের অর্থ মেরে ভাবছো আছো মহাসুখে,
একদিন আসবে তোমার, আঁধার দেখবে চোখেমুখে।


রঙিন চশমা পরে নিজে, সেজে থাকো ভদ্র,
আগে-পিছে শ্লোগান লাগাও কি সুন্দর চরিত্র?
আড়ালে আবডালে কতই তোমার ব্যবসা,
সদা অন্তরে পোষণ করো পরধন হরণের লালসা।


কারো অসহায়ত্বকে পুঁজি করে সাজো দানবীর,
কত্তো বড় ভন্ড , তোমার দিকে ছুটে অভিযোগের তীর।
আর কতো চুষে খাবে সাধারণ মানুষের রক্ত,
সকলেই জানে, তুমি মহাপাপী ইবলিশের ভক্ত।


দিনের আলোয় চেনা দায়, আর অন্ধকারে সাধু,
সবাই কি জানে না, তুমি চুষে খাও ফুলের মধু।
হাজার রকম বেশ তোমার, কপালে এঁকেছ জট,
নমরুদের অনুসারী তুমি, চিন্তা-চেতনায় উদ্ভট।