নয় মাস যুদ্ধ
একটি পতাকা,
একটি ভূখন্ড
একটি জাতি- বাঙালি।


ত্রিশ লক্ষ প্রাণ
অদম্য মনোবল,
হাতের মুঠোই জীবন
একটি দেশ- বাংলাদেশ।


তারপরে ও জাতীয় চেতনাবোধ
শেখাতে চায় ওরা নিলজ্জ্বের মতো,
যেখানে বুকের রক্তে লেখা
প্রিয় স্বাধীনতা।


মনে প্রশ্ন জাগে
এখনো কি  মীরজাফরের প্রেতাত্মা?
ভর করেছে আমাদের ঘাড়ে?
ঘুষ-দুর্নীতি কেনো  স্তরে স্তরে?


মুখোশের আড়ালে ওসব কুলাঙ্গার,
শহীদের স্বপ্ন ভেঙ্গে করছে চুরমার।
নয় মাস যুদ্ধ,  একটি পতাকা
একটি দেশ, প্রিয় স্বাধীনতা।


আমরা কি পেয়েছি?
শহীদের সেই স্বপ্নের দেশ!
যেখানে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত
সোনার দেশ গড়তে কি প্রয়োজন,
আর একটি যুদ্ধ?