বাবা আমার বাবা,
তিনি যেনো অন্তরে কা'বা,
তিনি তো হৃদয়ের শোভা।


বাবা আমার বাবা,
মাথার 'পরে হয়ে ছাতা,
অন্তরে সহে সকল দুঃখ'-ব্যথা।


চোখের জলে ভাসি,
এ বুকটা করে শুধু খা খা,
চারপাশে আজ শকুনের ঝাঁক,
আমায় করে একা, তুমি কোথায় বাবা?


সময়ের দাবি, বলতে একটি কথা,
যেকোনো পরিস্থিতিতে থাকতে হবে সৎ,
চক্ষু মেলিয়া দেখি, চারপাশে সকলে অসৎ,
কেড়ে নিতে সব, তারা প্রস্তুত করতেও বদ।


মিথ্যার এ জগতে সকলে মায়ার জালে,
নিজেকে ব্যস্ত রাখে, বুঝে শুধু নিজস্বার্থ,
তবে কি এ ধরাধামে, সকলি কেবল ব্যর্থ?