যিনি বাবার বাবা তিনি দাদা,
তাঁর পরিচয়ে বনে  অনেকে গাধা।
অনেক আছে সদা গায় তার কীর্তি,
সকল কাজে দেয় তার পরিচিতি।


সেইও গাধা, নয় তার মনটা সাদা,
মনের ভেতর জমা রাখে কৃষ্ণ কাদা।
বাবা ভিন্ন অনেকে ধরে আরেক বাবা,
সেই খবর জানে আর ক'জন বাবা।


এ সংসারে থাকলে বাবার সম্পত্তি,
আছে প্রতি পদে পদে বিপত্তি।
অংশীজনে দেয় একেক আপত্তি,
কতেক আছে দখলে নেয় পুরো সম্পত্তি।


আনার পরে আনা আছে, আনায় ছয় রত্তি,
ষোলো আনা না হলে,  হয় না ওদের উদর ভর্তি।
লালসার চাষ মনে, সদা করে কুকীর্তি,
মুখে মধু, অন্তর ভরা শয়তানের পীরিতি।