যমুনার জল বাড়ে আর কমে,
স্রোতের ত্রাস এ সময়ে চরমে।
স্বাদের বাসর যমুনার জলে,
কেড়ে নেয় সব, দুঃখ ঘরণীর কপালে।


বাঁধে আর ভাঙে ঘর অনাঙ্ক্ষিত বন্যা,
অনিশ্চয়তায় বাসর সাজায় খগন মাঝির কন্যা।
সুখপাখি ধরা দেয় তবুও যমুনার পাড়ে,
হাজার ব্যথা বুক জুড়ে, স্মৃতির ভিটা নাহি ছাড়ে।


ওরা বীর, ওরা মরার আগে মরে না,
যমুনার করাল থাবায় ওরা আর ডরে না।
একূল ভাঙে ওকূল গড়ে, তারাই তো জানে,
যমুনার সাথে যুদ্ধ করতে ওরা এখন জানে!