সাড়ে তিন হাত মাটি,
চিনে সকলেই ঠিকানাটি।
দামি পোষাক কাফনের কাপড়,
পুরুষ তিন আর নারী পাঁচ, নাই তার উপর।


কতকিছু কল্পনা আর না পাওয়ার যাতনা,
পরানপাখি উড়াল দিলে কিছুই রবে না।
মানুষের দাপট, হাতিয়ে নেয়ার কপটতা,
এসব কি দরকার, রহিবে শুধু মানবতা!


আজকে ভাইকে মেরে, স্বজনকে ভাগিয়ে,
নিজের করে নিতে চাচ্ছো সব হাতিয়ে।
দিনকে দিন লোভের সরোবরে বাড়ছে জল,
চক্ষু মুদিলে বুঝিবে মনা, তুমিই ছিলে বেআক্কল!


খাটিয়ায় চড়াইয়া নিয়ে যাবে বাঁশতলা,
আঁধার কবরে শুয়ে, করা যাবে না ছলাকলা।
কাঁদামাটির ছাউনি বাড়ি ফাউন্ডেশন একতলা,
সাধু সেজে গলায় ঝুলিয়েছো তসবিহ মালা।


সময় খুব কম, দরজায় দাঁড়ানো যম,
প্রভুর ডাক আসিলে কেড়ে নেবে দম।
তবুও কেনো যে মানুষকে কষ্ট দাও হরদম,
আসমার বাপ সব ছেড়ে অজানায় বাড়িয়েছে কদম।


তাং ২৪/০৫/২০২২খ্রি.