পথের সাথী যদি বাবা হয়,
যতই হোক দূরত্ব, সেটা কিছুই নয়।
এ ধরাধামে বাবার মতো বাবা,
ভেবে দেখো, আর আছে কে-বা?


বাবার হাত ধরে হাঁটা,
কি মধুর লাগে সেই স্মৃতিটা!
করিতে সন্তানের স্বপ্ন বুনন,
বাবা জলাঞ্জলি দেন নিজ স্বপন।


ভালোবাসার মানুষ হলেন বাবা,
কষ্ট বুকে নিয়ে মুখে পেত হাসি শোভা।
বাবা হারিয়ে আজ অন্ধকারে হাতড়িয়ে মরি,
চারিপাশে দরদীরা, সুযোগে এ প্রাণটা নেবে কাড়ি।