আসিলে বিজয়ের মাস,
চারিদিকে শোনা যায় জয়োল্লাস,
স্বাধীন-স্বাধীনতা-মুক্তির স্বাদে থাকি বারোমাস।


রক্ত দিয়ে কেনা এ আমার স্বাধীনতা,
প্রতিটি পরতে পরতে আছে বীরগাথা,
লাল সবুজের টানে সে আবাল-বৃদ্ধ-বনিতা।


বিজয় দিবস, স্বাধীনতা দিবস আমাদের আছে,
শহীদ দিবস, শোক দিবস প্রাণে বিদ্ধ করেছে,
কতো জনা হৃদয়ে পেল ঠাঁই, প্রাণে প্রাণে বাজে।


মেকি ভালোবাসা আর মায়া কান্না সকলেই বুঝে,
ভান করে, ভনিতা করে নিজের স্বার্থটাই খুঁজে,
এখন মুখে মুখে ভালোবাসা সকাল আর সাঁঝে।


দুখিনী বর্ণমালা, লাল সবুজের পতাকায়,
আমার ভাইয়ের রক্ত আর বীরেরা পেল ঠাঁই,
বুকের জমিনে রক্তের বন্যা অবিরাম বয়ে যায়।