এ নয়ন আজ জলে ভিজে তোমা বিহনে,
এ হৃদয়ে উঠে ঢেউ বিরহের, কেউ নাহি জানে।
নিরবে বহে নোনা জল ছলছল করে দুটো আঁখি,
ছন্ন ছাড়া এ জীবনে বুকভরা দুঃখ কোথায় রাখি?


মুখ ফিরিয়ে নেয়া কাছের মানুষগুলো বড়ই নিঠুর,
আবেগি মন খুঁজে মরে শোনে বিরহী বাঁশির সুর।
ভাবনায় কেটে যায় সারাক্ষণ, নিশি হয় ভোর,
কার বাগানে আছো তুমি, যেথায় ফুলে ফুলে ভরপুর।